সংযুক্ত আরব আমিরাতের প্রবীণ ব্যবসায়ী মাজিদ আল ফুতাইম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। স্থানীয় সময় শুক্রবার টুইটারের মাধ্যমে এ তথ্য জানা যায়। মাজিদ আল ফুতাইম কেরিফোরসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।

মাজিদ আল ফুতাইমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

জানা যায়, মৃত্যুকালে ব্যবসায়ী মাজিদ আল ফুতাইমের ৯১ বছর হয়েছিল। তিনি বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক। ১৯৩০ সালে তিনি জন্মগ্রহণ করেন।

১৯৯২ সালে মাজিদ আল ফুত্তাইম হোল্ডিং (এমএএফ) প্রতিষ্ঠার মাধ্যমে ১৩টি হোটেল এবং ২৯টি মলের মালিক মাজিদ আল ফুতাইম। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া জুড়ে ৩০টি দেশে ৩৭৫টিরও বেশি হাইপার মার্কেট আছেন তার।

এমএইচএস