বিজয় দিবসের আলোচনা সভা কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাবের
বাংলাদেশের মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিভিন্ন দেশে। দিবসটি উললক্ষে কর্মসূচি হাতে নিয়েছিল কুয়েতের ‘বাংলাদেশ প্রেসক্লাব।’
১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এছাড়া আয়োজন করা হয় আলোচনা সভা। এছাড়া সাংবাদিকদের মাঝে কোটি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত।
বিজ্ঞাপন
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ।
আলোচনা সভায় ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। মহান এই দিবসের ওপর আলোচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ সঙ্গীত একাডেমির সভাপতি মানিক মোল্লা, বাংলাদেশ ফ্যামেলি ফোরামের সভাপতি আবদুল হাই, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামাল উদ্দিন, বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন, কুয়েতের সভাপতি জাহিদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হেবজু, প্রচার সম্পাদক আলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, মহিলা সম্পাদিকা নাসরিন আকতার মৌসুমী প্রমুখ।
এনএফ