পর্তুগালের রাজধানীর লিসবন এবং বন্দরনগরী পর্তোতে গতকাল (১৬ ডিসেম্বর) বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা করোনা বিধিনিষেধ মেনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেন। 

পর্তুগালে বসবাসরত সংবাদকর্মী ও লেখকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি সম্মান জানাতে রাজধানী লিসবনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনতায় অবদানের জন্য জাতির সূর্য সন্তানদের গভীরভাবে স্মরণ করেন। তাছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্জন এবং সাফল্য সকলের উদ্দেশে উপস্থাপন করেন।

বন্দরনগরী পর্তোতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জাতির গৌরবের ইতিহাস তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রেসিডেন্ট শাহ আলম কাজল, আব্দুল আলীম, মোশাররফ হোসেন কিরন,শাহ জামাল আজাদ,বেলাল হোসেন, সালাহউদ্দিন, জুয়েল পাইক, কফিল সাকিল, মনির আহমদ, আবুল কালাম আজাদ, আনিসুল হক রুবেল, মনির হোসেন, ইমন শাহ, মাহাদী হাসান, দেলোয়ার হোসেন, মো. বাবলু, আরিফ ইসলাম, পিন্টু প্রদান প্রমুখ।

পর্তুগালে বাংলাদেশ দূতাবাস লিসবন, দূতাবাস প্রাঙ্গণে মুক্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সংগঠন লিসবন শিল্পগোষ্ঠী দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। একই সঙ্গে ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসকেডি