পর্তুগালে বর্ষবরণের সব আয়োজন বাতিল
করোনা মহামারির কারণে ২০২০ সালে বড়দিন ও বর্ষবরণের মতো রঙিন অনুষ্ঠানগুলো থেকে বিরত থাকে পর্তুগালের জনগণ। তবে এ বছর রাজধানীবাসীর নতুন মেয়রের সিদ্ধান্তে একটি স্থানের পরিবর্তে তিনটি স্থানে আতশবাজি দেখার জন্য প্রস্তুত ছিল নাগরিকরা। কিন্তু শেষ সময়ে এসে বর্ষবরণের এই অনুষ্ঠান বাতিল করা হয়।
রাজধানী লিসবন মিউনিসিপ্যালিটির এক নিরাপত্তা কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় মর্মে মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোসহ অন্যান্য সবকটি শহরে ইংরেজি নববর্ষ ও আতশবাজির অনুষ্ঠান ডিসেম্বরের শুরুতে বাতিল করা হয়। তবে রাজধানীবাসী অপেক্ষায় ছিল অন্তত মহামারির ঘোর আঁধারের সময়ে আতশবাজির উজ্জ্বল আলো তাদের মনে সুখের অনুভূতি সৃষ্টি করবে।
স্থানীয় সংবাদ মাধ্যমকে লিসবনের মেয়র কারলোস মোয়েদা বলেন, আমরা যে অবস্থার মাঝে রয়েছি এই সিদ্ধান্তটি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই রাস্তায় আনন্দ-উৎসব বা শিল্পী সহকারে যেকোনো ধরনের অনুষ্ঠান মোটেও সম্ভব নয়। এ বিষয়ে আমাদের সকল সহকর্মীরা একমত হয়েছেন।
নববর্ষের অনুষ্ঠান বাতিল হলেও বড়দিনকে কেন্দ্র করে পর্তুগালের বিভিন্ন শহর ও রাজধানীর লিসবন সেজেছে বর্ণিল আলোকসজ্জায়। রাজধানীর ৫০টি প্রধান স্থানে চোখ ধাঁধানো বর্ণিল সাজে সাজানো হয়েছে। ফলে রাজধানীবাসী নতুন বছরের আনন্দ থেকে বঞ্চিত হলেও বড়দিনকে ঘিরে আলোকসজ্জা কিছুটা হলেও তাদের মনকে প্রশমিত করবে।
ওএফ