আবুধাবি প্রবেশে কড়াকড়ি, আবারও স্ক্যান বসছে
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য প্রদেশ থেকে প্রবেশের ক্ষেত্রে আবারও নতুন বিধিনিষেধ জারি করেছে আবুধাবির জরুরি, সংকট ও দুর্যোগ কমিটি। আগামী রোববার (১৯ ডিসেম্বর) থেকে নতুন বিধিনিষেধ কার্যকর করা হবে।
বুধবার (১৫ ডিসেম্বর) জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে থেকে নতুন বিধিনিষেধের বিষয়ে জানানো হয়। কর্তৃপক্ষ জানায়, রোববার থেকে আবারও আবুধাবি সীমান্তে বসছে ইডিই স্ক্যানার ও তাৎক্ষণিক করোনা টেস্টের ব্যবস্থা।
বিজ্ঞাপন
ইডিই নতুন এই প্রযুক্তির মাধ্যমে স্ক্যান করার পর যদি কারো শরীরে করোনার লক্ষণ দেখা যায় তাহলে আবুধাবির প্রবেশমুখেই টেস্ট করা হবে আর মাত্র ২০ মিনিটের মধ্যে ফলাফল দেওয়া হবে। নেগেটিভ হলে আবুধাবি প্রবেশ করা যাবে নয়তো ফেরত পাঠানো হবে। এছাড়া Al HOSN অ্যাপে গ্রিন পাস থাকতে হবে।
উল্লেখ্য, গত সপ্তাহ যেখানে আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫০, গতকাল সেই সংখ্যা ১৪৮ এ পৌঁছেছে। করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে আবুধাবি প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
ওএফ