দক্ষিণ আফ্রিকায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশন।
১৬ ডিসেম্বর সকাল দশটায় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সূচি অনুযায়ী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনান হাইকমিশনের কর্মকর্তারা।
মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনে এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বঙ্গবন্ধুর মহান অবদানের কথা উল্লেখ করেন।
আলোচনায় অংশ নিয়ে হাইকমিশনার বলেন, এক সময়ের কথিত তলাবিহীন ঝুড়ি আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। পশ্চিমা বিশ্বই এখন বলছে যে, ২০৩২ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে তিনি উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে বিজয় দিবসের কেক কাটেন এবং সবাইকে নিয়ে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ পাঠ করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
আরএইচ