চীনে ‌‌‘চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস’-এর উদ্যেগে সেমিনার অন গ্লোবাল ভিডিও কনটেস্ট এবং পুরস্কার বিতরণী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সেমিনার ও শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হয়।

চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের কালচারাল এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের ডিরেক্টর ঝু ডানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর লিন সংথিয়ান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসরে সহ-সভাপতি লি শিকুই, চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর ও চিয়াংশি প্রভিন্সিয়াল অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের প্রেসিডেন্ট ঝাও হুইসহ আরও অনেকে।

বেইজিংয়ের পেকিং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মেহেদী হাসান সানী শর্ট ভিডিও প্রতিযোগিতায় অংশ্রগহণ করে দ্বিতীয় পুরস্কার লাভ করেন।

তাছাড়া চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, আফসানা পারভীন নীলা, মো. সোহাগ হোসেন চীন সম্পর্কে তাদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বক্তব্য দেন।

গ্লোবাল শর্ট ভিডিও প্রতিযোগিতায় ৪০টি দেশের ২৫৫ প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেমিনারে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, প্রাদেশিক ও পৌরসভার প্রতিনিধি, চীনা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওএফ