দক্ষিণ আফ্রিকায় বর্তমানে করোনার চতুর্থ ঢেউ চলছে। ইতোমধ্যে সংক্রামণ ও মৃত্যুর ঘটনা বেড়েছে। দেশটিতে করোনার ভ্যাকসিন সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যাচ্ছে। গত এক বছর ধরে পাসপোর্ট নিয়ে টিকাকেন্দ্রে গেলেই যেকেউ ভ্যাকসিন গ্রহণ করতে পারছে।

কিন্তু দেশটিতে গ্রাম এলাকায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে যেসব বাংলাদেশি চাকরি করে তাদেরকে ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য ছুটি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

প্রবাসী দোকান কর্মচারীরা বলেন, মালিকপক্ষ ভ্যাকসিন নেওয়ার জন্য ছুটি দিতে চায় না। কেউ কেউতো টিকা নিতে হবে না বলেও জানিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে আছেন। 

প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকা কেন্দ্র একটু দূরে হলে কয়েক ঘণ্টা সময় লাগে। এই সময় ছুটি হিসেবে পাচ্ছে না অনেকে। এদিকে টিকা না নিলে ভবিষ্যতে দেশে যেতে সমস্যা হলে পারে। ভেবেও হতাশায় ভুগছে প্রবাসীরা।
 
নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী বলেন, সম্পূর্ণ ফ্রিতে টিকা পাওয়া যাচ্ছে। কিন্তু ছুটির অভাবে পাওয়া নিতে পারছেন না অনেকে। 

দক্ষিণ আফ্রিকায় দোকান কর্মচারীদের ঐক্যবদ্ধ কোনো প্লাটফর্ম না থাকায় তাদের অধিকারের পক্ষে আওয়াজও উঠছে না। 

এইচকে