সাউথ ডেলরি বিচে ঢাকা ক্লাবের পিঠা উৎসব
সাউথ ডেলরি বিচে পিঠা উৎসবের আয়োজন করেছে ঢাকা ক্লাব। গত ৫ ডিসেম্বর সাউথ কাউন্টি সিভিক সেন্টারে এ বার্ষিক পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সাউথ ফ্লোরিডার সবচেয়ে পুরাতন সংগঠন ঢাকা ক্লাব। ৩৫তম ফোবানা সফল করতে ঢাকা ক্লাব ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করোনা পরবর্তী একটি দীর্ঘ বিরতির পর ঢাকা ক্লাবের পিঠা উৎসবে প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল।
বিজ্ঞাপন
ঢাকা ক্লাবের পিঠা উৎসবে পিঠা নিয়ে শত শত প্রবাসী উপস্থিত হন। সাউথ ফ্লোরিডায় বসবাসরত নানা জেলা উপজেলার গৃহিণীরা নানা পদের পিঠা নিয়ে উপস্থিত হন। বিদেশে বসে অনেক কষ্টের তৈরি পিঠাগুলো সকলের প্রশংসা পায়।
বিচারক দলের সদস্যরা সেই পিঠাগুলো খেয়ে ও তাদের পরিবেশনার উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ নানা ভাবে জাজমেন্ট করেন। শেষ পর্যায়ে উপস্থিত সকলকে পিঠা পরিবেশন করা হয়।
ঢাকা ক্লাবের সভাপতি মিম খান তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে আগামীতেও ঢাকা ক্লাবের সকল কর্মকাণ্ডে সাপোর্ট করার অনুরোধ জানান। এছাড়া তিনি আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য উইন্টার ফিস্ট ফেস্টিভ্যালের বড় আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।
ঢাকা ক্লাবের সেক্রেটারি নওশাদ পবন পিঠা উৎসবে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এ পিঠা উৎসবে ৭৫ রকমের পিঠা নিয়ে আসেন অংশগ্রহণকারীরা। শীতকালীন পিঠা উৎসবে মহিলারা সবাই দেশীয় সাজে শাড়ি পড়ে আর পুরুষরা পাঞ্জাবী পরে উপস্থিত ছিলেন।
আইএসএইচ