বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এক সাহিত্য উৎসবের আয়োজন করেছে। রোববার (৫ ডিসেম্বর) লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমিতে এ উৎসবের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে স্বাগত স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কবি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটন। তার সভাপতিত্বে তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন এ কে এম আব্দুল্লাহ।

এ পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বার অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন, নিউহ্যাম কাউন্সিলার আয়েশা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুজা মাহমুদ, সাবেক সভাপতি ফারুক আহমদ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন শেফালী হক, ফেরদৌসী রহমান, শহীদ সন্তান জামাল খান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান বাবুল হোসেন বাবু প্রমুখ।

স্মৃতি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের সুরে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। সংগীত পরিবেশনা করেন তানজিয়া তানিয়া, মোহনা ও শ্রেয়সী। আবৃত্তি করেন মোস্তফা জামান চৌধুরী, মিছবা জামান, শতরূপা, কবি ফয়েজ নুর, সামছুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের তৃতীয় পর্ব পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব হেনা বেগম। এতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আসমা মতিন, কবি মুজিবুল হক মনি, কবি শাহাদাত করিম, কবি শাহারা খান, কবি এনায়েত ছরওয়ার, কবি নুরজাহান রহমান, কবি মরিয়ম চৌধুরী প্রমুখ।

আইএসএইচ