গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মিলনমেলা
সংযুক্ত আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উপলক্ষে সম্প্রতি জুলফার গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বর্ণাঢ্য এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে রাস আল খাইমাহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কোম্পানিতে পাঁচ হাজার কর্মী রয়েছেন, যাদের ৮৫ জনই বাংলাদেশি। মিলনমেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মিশর, ইয়েমেন, জর্ডান, লেবানন, ফিলিস্তিন ও সংযুক্ত আরব আমিরাতের কর্মীরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
মিলনমেলার মূল মঞ্চে বাংলাদেশের পক্ষে পরিবেশনায় ছিলেন বায়ান্ন টিভির বার্তা সম্পাদক তিশা সেন। সঙ্গে ছিল রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের শিক্ষার্থীরা।
বাংলাদেশ দলের প্রধান ছিলেন ডক্টর কামরুজ্জামান ভূইয়া। বাংলাদেশের হয়ে পুরো অনুষ্ঠানে সমন্বয় করেন ওমর ফারুক রিমন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বায়ান্ন টিভি।
আরএইচ