সড়কে নিরাপত্তার জন্য গাড়ি চালানো অবস্থায় ড্রাইভারদের ফোন ব্যবহার করা নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। এ আইন অমান্য করলে লাইসেন্সে নেগেটিভ ৬পয়েন্ট ও ২শ পাউন্ড জরিমানা করা হবে। 

আগামী বছরের শুরুর দিকে এ আইন শক্তিশালী করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট।

এ আইন কার্যকরের পর থেকে ড্রাইভাররা গাড়ি চালানোর সময় ভিডিও বা ছবি তুলতে, প্লে লিস্টের মাধ্যমে স্ক্রল করতে বা তাদের ফোনে গেম খেলতে পারবেন না। 

ব্রিটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেছেন, দুর্ঘটনা রোধে এ আইন করা হচ্ছে। এ আইনের ফলে ড্রাইভাররা সাবধানতা অবলম্বন করবেন। এর ফলে দুর্ঘটনা কমে আসবে।

তিনি আরও বলেন, আধুনিক ডিজিটাল যুগে এসেও রোড সেইফটির জন্য কঠিন আইন করতে হচ্ছে মানুষের জীবন রক্ষার জন্য। যদিও আমাদের রাস্তাগুলো বিশ্বের সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত তবুও সেগুলোকে নিরাপদ করতে অক্লান্ত পরিশ্রম করব। গাড়ি চালক বা ড্রাইভারদের মনিটর করার জন্য প্রতিটি সিগনালে ক্যামেরাসহ নতুন ডিভাইস বসানো হয়েছে। এছাড়া মনিটরের জন্য অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করা হবে।

আইএসএইচ/