কুয়েতে বাংলাদেশ সংগীত একাডেমির উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

শুক্রবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক মোল্লা। সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি গানে মঞ্চ মাতালেন আয়োজক সংগঠনের শিল্পী মানিক মোল্লা, রুনা আক্তার কেয়া, ফাতিমা,জাহিদ হোসেন, তাহের প্রবাসী ও খুরশিদা মুনিরা।

এছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের একাধিক সংগীত পরিবেশন। এ সময় গানের তালে তালে নেচে গেয়ে উপস্থিত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব ইকবাল আক্তারসহ দূতাবাসের অন্যান্য সদস্যরা।

এছাড়াও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার প্রবাসীরা ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওএফ