ব্রিটেনে এক সপ্তাহে করোনায় সহস্রাধিক প্রাণহানি
ব্রিটেনে গত এক সপ্তাহে করোনার ভয়াল থাবায় আক্রান্ত হয়ে ১০৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এ সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ১৭৩ জন।
ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় চতুর্থ স্থানে এখন ব্রিটেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ নভেম্বর) করোনায় ব্রিটেনে আরও ১৫৭ জনের প্রাণহানি ঘটেছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৭১৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৬৬ হাজার ১৫৩ জন ছাড়িয়েছে।
এর আগে করোনায় বৃহস্পতিবার ১৯৯ ও বুধবার ২০১ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার ৪৬ হাজার ৮০৭ ওবুধবার ৩৮ হাজার ২৬৩ জন আক্রান্ত হয়েছিলেন।
ব্রিটেনে এ পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৯২৮ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট চার কোটি ২৫ লাখ সাত হাজার ৬০১ জন।
ওএফ