সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী বক্তব্য পোস্ট করায় মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জহুরবারু জালান কেম্পাস বাটু ৭১/২ থেকে তাকে গ্রেফতার করে মুয়ার জেলা পুলিশ।

জহুরবারুর পুলিশ প্রধান দাতুক আয়োব খান মাইডিন জানিয়েছেন, ২৯ বছর বয়সী ওই বাংলাদেশিকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

শনিবার (৬ নভেম্বর) লারকিন পিপলস হাউজিং প্রজেক্টে (পিপিআর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্তে দেখা গেছে গ্রেফতার ব্যক্তির মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজ নেই।

তিনি জানান, দণ্ডবিধি ৫০৫ ধারায় তদন্ত করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে গ্রেফতার ব্যক্তির দুই বছরের জেল, জরিমানা বা উভয়ই হতে পারে।

এইচকে