পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা

পর্তুগালে আগামী ৩০ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

গত সপ্তাহে দেশটির ২০২২ সালের বাজেট সংসদে উপস্থাপন করা হয়। সংসদে বাজেট অনুমোদন সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। 

দেশটির সংবিধান অনুযায়ী এখন বাজেট অনুমোদন করতে হলে নতুন সরকার গঠন করতে হবে। ফলে দেশের প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয়েছে।

২০১৫ ও ২০১৯ সালে প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সরকার ক্ষমতায় আসে। বাজেট অনুমোদন না হওয়ায় এটিকে সরকারি দলের একটি বড় পরাজয় হিসেবে দেখছেন অনেকে। দেশটিতে স্বাধীনতা-পরবর্তী ৪৫ বছরে এই প্রথম রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হলো। 

এইচকে