কন্যা সন্তানের বাবাদের সচেতনতায় ‘ঋতু’র কর্মশালা
কন্যা সন্তানের বাবাদের সচেতন করতে শনিবার একটি কর্মশালা করেছে ‘ঋতু’। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘জুম’-এর মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্দেশ্য ছিল কন্যা সন্তানের বয়ঃসন্ধি এবং ঋতু বিষয়ে বাবাদের সচেতন করা। এছাড়া বয়ঃসন্ধির সময় কীভাবে একজন বাবা তার সন্তানকে সহযোগিতা করতে পারেন তা নিয়ে আলোচনা।
বিজ্ঞাপন
কিশোরীদের জন্য অনুকূল ও স্বাস্থ্যসচেতন বাংলাদেশ গড়তে ২০১৬ সাল থেকে কাজ করছে ‘ঋতু’। এ লক্ষ্যে জুন মাস থেকে শেয়ারনেট ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং শেয়ারনেট বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে বাবাদের জন্য একটি মাসিক গাইডলাইন বানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঋতুর প্রতিষ্ঠাতা শারমিন কবীর কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় যোগ দেন জেসিআই বাংলাদেশ-এর ন্যাশনাল কমিটির চেয়ার মেহেদী হোসেইন, হ্যান্ডিমামার প্রতিষ্ঠাতা এবং সিইও শাহ্ পরান, ইয়ুথ হাব-এর প্রেসিডেন্ট পাভেল সারওয়ার, টুথ কেয়ার-এর প্রতিষ্ঠাতা এবং কনসাল্টেন্ট মেজবাহ উল আজীজ, উইথ শী এর প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর ইমরান জাহান আরাফাত, ঋতুর প্রোগ্রাম অফিসার আলিফ আজিজসহ সামাজিক উন্নয়নমূলক কাজ করেন এমন আরও অনেকে।
আগামী ৯ নভেম্বর বিকেল ৪টায় কাওরান বাজারের বেসিস অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোজেক্টের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করা হবে। ড. মোহাম্মদ জাফর ইকবাল এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত।
এইচকে