আবুধাবিতে বিশ্বকাপ দেখতে অর্ধেক মূল্যে করোনা পরীক্ষা
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। এটি ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে। অন্যথায় স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
ইতোমধ্যে আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও সংযুক্ত আরব আমিরাতের ভিপিএস হেলথ কেয়ার আবুধাবিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণকারী দর্শকদের অর্ধেক মূল্যে বাধ্যতামূলক কোভিড-১৯ পিসিআর টেস্ট করতে একটি চুক্তি করেছে।
বিজ্ঞাপন
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৫টি ম্যাচের টিকিটধারীরা টিকিট দেখিয়ে অর্ধেকমূল্যে পিসিআর টেস্ট করাতে পারবেন। রাজধানীর বুর্জিল মেডিকেল, বুর্জিল ডে সার্জারি সেন্টারসহ আল রিম দ্বীপ, আল শাহামা, আল শামকা ও আল জেইনাতে অবস্থানরত বুর্জিল মেডিকেল সেন্টারে এ টেস্ট করানো যাবে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুপার টুয়েলভের প্রথম রাউন্ডে আগামী ২৭ অক্টোবর ও ২ নভেম্বর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচ দেখতে বাংলাদেশি দর্শকদের এ আইন মেনে আবুধাবি স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। তবে শারজাহ ও দুবাই স্টেডিয়ামে টিকিট নিয়ে সরাসরি খেলা দেখতে পারবেন দর্শকরা।
আবুধাবিতে দর্শকদের করোনা থেকে নিরাপদ রাখতে ও খরচ কমিয়ে আনতে আবুধাবি স্পোর্টস কাউন্সিল, বুর্জিল হসপিটালস ও আবুধাবি ক্রিকেট সম্মিলিতভাবে এ উদ্যোগ নিয়েছে বলে জানান আবুধাবি স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ আরেফ আল আওয়ানি।
এসকেডি