বাংলাদেশি প্রার্থীর পথসভায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) প্রার্থী বাংলাদেশি পারভেজ আহামেদের গণসংযোগে অংশগ্রহণ করেছেন দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা।
এ সময় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় দেশটিতে বসবাস করা প্রবাসীদের সহযোগিতামূলক মনোভাবের জন্যে প্রশংসা করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৮ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন প্রদেশে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে একতাবদ্ধভাবে কাজ করে দেশকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
সিরিল রামাফোসা বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক ও প্রাকৃতিক সংকটের সময়ে বাংলাদেশিরা স্থানীয় কমিউনিটিতে খাদ্য সামগ্রী সহায়তাসহ সেবামূলক অবদান রাখেন। এ ধরনের সামাজিক কাজের প্রশংসার পাশাপাশি ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তিনি।
পথসভায় বাংলাদেশিদের পক্ষ থেকে প্রবাসীদের সঙ্গে ঘটে যাওয়া অপহরণ খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে অবহিত করা হয়। এর জবাবে তিনি বলেন, এ সব বিষয় নিয়ে সরকার কাজ করছে। এ ধরনের অপরাধ বন্ধে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
উল্লেখ্য, ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির ফ্রিস্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের মাংগুয়ান মিউনিসিপালিটির ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার পদে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) থেকে পারভেজ আহামেদ প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে দেশটির স্থানীয় নির্বাচনে কমিশনার পদে লড়বেন।
বাংলাদেশের খুলনা জেলার পারভেজ আহামেদ ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান। তিনি কাজের পাশাপাশি ২০০৭ সালে নেলসন ম্যান্ডেলার দল এএনসিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০০৯ সালে এএনসির পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে ২০১১ সালে মাংগুয়ান মিউনিসিপালিটির ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নির্বাচিত হন। ২০১২ সালে এএনসির ন্যাশনাল কনফারেন্সের ডেলিগেট এবং ২০১৩ সালে নির্বাচন টাস্ক টিমের সদস্য ছিলেন তিনি।
এসকেডি