কানাডায় ‘মুক্তবিহঙ্গ’র নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’
কানাডায় মঞ্চায়ন হতে যাচ্ছে কারলোগোলদনির বিখ্যাত কমেডি ‘দা সারভেন্ট অব টু মাস্টার্স’ অবলম্বনে বাংলা নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’।
অসীম দাসের রচনা ও জাহিদ হকের নির্দেশনায় ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় ক্যালগেরির নর্থ ইস্টের ফলকনরিজ কমিউনিটি অ্যাসোসিয়েশনে নাটকের মঞ্চায়ন হবে। ক্যালগেরির মুক্তবিহঙ্গ নাট্য সংগঠনের এটি পঞ্চম প্রযোজনা।
বিজ্ঞাপন
মুক্তবিহঙ্গর সভাপতি জাহিদ হক বললেন, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের হলে প্রবেশ করতে দেওয়া হবে।
মানবসেবার প্রত্যয় নিয়ে ক্যালগেরির একদল উদ্যমী তরুণ ‘মুক্তবিহঙ্গ’ থিয়েটার থেকে প্রতিবছর নতুন নতুন নাটক প্রযোজনা করছেন। এ প্রযোজনা থেকে যে অর্থ আসে তা বাংলাদেশের মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে দিয়ে দেন তারা। ইতোমধ্যে পথশিশুদের কম্পিউটার প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লাখ টাকা সহায়তা করেছে থিয়েটারটি।
কানাডার গভর্মেন্ট অব আলবার্টা থেকে প্রোফেশনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে মুক্তবিহঙ্গ।
এইচকে