যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১০ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হবে। ওইদিন নিউইয়র্ক সিটির কুইন্সের উডহেভেনের জয়া হলে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯টি পদে দুই প্যানেল থেকে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। তাই শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

সমিতির ইতিহাসে সর্বোচ্চ প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটারের কাছে গিয়ে প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্কের বিয়ানীবাজার অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার, প্রার্থী এবং সমর্থকদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। ভোটারদের মন জোগাতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

গত ৪ অক্টোবর নিউইয়র্কের ওজন পার্কের মদিনা পার্টি হলে অনুষ্ঠিত হয় মিসবাহ-অপু প্যানেলের জনসভা এবং একই স্থানে গত ৫ অক্টোবর মান্নান- মাহবুব প্যানেলের জনসভা অনুষ্ঠিত হয়। দুটি সভায় প্রার্থীরা বিয়ানীবাজারের কল্যাণে অভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে প্রার্থীদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় ফল নির্ধারিত হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, করোনাকালীন সব ধরনের বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দিতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 

এবারের নির্বাচনে বিভিন্ন পদে মিসবাহ-অপু প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মিসবাহ আহমদ, সাধারণ সম্পাদক পদে রেজাউল আলম অপু, সহ সভাপতি পদে আবুল ফজল লিটন, সহ সাধারণ সম্পাদক পদে হোসেন আহমদ, কোষাধ্যক্ষ পদে পারভেজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল কবির রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আলীম, দফতর সম্পাদক পদে শামসুল আলম শিপলু, প্রচার সম্পাদক পদে আজহার হুসেন রিফাত, ক্রীড়া সম্পাদক পদে হাসান খান, সমাজকল্যাণ সম্পাদক পদে কমর উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে হাফছা ফেরদৌস হোসেন, কার্যকরী সদস্য পদে সাজু আহমদ, সুহেল আহমদ, আবু রাসেল, ফয়ছল আলম, সরোয়ার আহমদ, মেহেদী হাসান শিমুল ও ইকবাল হোসেন।

এদিকে নির্বাচনে বিভিন্ন পদে মান্নান-মাহবুব প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক পদে নাজমুল হক (মাহবুব), সহ সভাপতি পদে ফয়জুর মিয়া, সহ সাধারণ সম্পাদক পদে আব্দুর নুর হারুন, কোষাধ্যক্ষ পদে আব্দুল হান্নান (দুখু) সাংগঠনিক সম্পাদক পদে আবু তৈয়ব মো. তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনিক রাজ ,দফতর সম্পাদক পদে আব্দুল হামিদ, প্রচার সম্পাদক পদে আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক পদে কিবরিয়া আহমেদ শাহিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে আক্তারুজ্জামান শাহীন মালিক, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আহমেদ, কার্যকরী সদস্য পদে জামাল হোসেন, খলকুর রহমান, রাজ্জাক (মুন্না), নুর উদ্দীন, ফখরুল হক, হোসেন আহমদ, আবু তাহের।

এসএম