ছিপাতলী চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় দুবাইয়ে প্রতিবাদ সভা
চট্টগ্রামের হাটহাজারী থানার ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভুর ওপর হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ছিপাতলী এলাকাবাসী।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল সিটির রাশিয়া ক্লাস্টারের মদিনা রেস্টুরেন্টের হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় বক্তারা জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৬নং ছিপাতলী ইউনিয়ন শান্তি প্রিয় এলাকা। অনেকেই এখানে রাজনীতিতে জড়িত থাকলেও এলাকার ঐক্য বা একতা সবার চোখে পড়ার মতো। বক্তারা আরও জানান, আধুনিক ছিপাতলীর রূপকার হিসেবে ধরা যায় নুরুল আহসান লাভুকে। কারণ তিনি সবসময় নিস্বার্থভাবে এলাকার জন্য চেয়ারম্যান হওয়ার পর থেকে কাজ করে গেছেন। কিন্তু চেয়ারম্যানের ওপর এমন হামলা ছিপাতলীবাসীর জন্যে অপমানজনক। এ হামলার জবাব দিতেই এ প্রতিবাদ সভা।
দোস্ত মোহাম্মদের সভাপতিত্বে মুজিবুল হক মন্জুর পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. শাহজাহান, মো. ইউসুফ কামাল, পেয়ার মোহাম্মদ, এমরানুল হক বাবুল, রাশেদুল আলম দুলাল, মো. মিয়া, মো. ফরিদ, মো. খোরশেদ, মো. ইয়াসিন, মো. রোকন উদ্দীন, মো. রাসেল, মো. বখতিয়ার, হাফেজ মো. ফারুক প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মো. শামীম, আবুল হাসান ফজল, শেখ শাহেদুজ্জামান, মৌলানা সাহাবুদ্দীন, মো. ফারুক, মাসুদ, নুরুদ্দীন, মিজান, মো. জসিম উদ্দীন, মো. বশির, কামাল, নুরুল আমিন বাবলু, মো. আনিস, নুরুদ্দীন, আজম, ফরিদুল আলম, জোনায়েদ, বাদশা, তাজু, মোরশেদ, সাইফুদ্দীন মুন্না, মো. সারওয়ার, নুরুদ্দীন রুবেল, মনজুরুল আলম, সাবলু, জসিম উদ্দীন প্রমুখ।
এসএসএইচ