কাস্টমারের দেওয়া বকশিশ থেকে ভালোই আয় করেন রেস্টুরেন্টের ওয়েটাররা। কিন্তু প্রায়ই দেখা যায়, মালিকেরা তাতে ভাগ বসান। এটি বন্ধ করতে যুক্তরাজ্যে নতুন আইন হচ্ছে। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে, আইনটি কার্যকর হলে দেশটির প্রায় ২০ লাখ হোটেল-রেস্টুরেন্টকর্মী এর সুফল ভোগ করবেন। তাদের পাওয়া বকশিশে আর ভাগ বসাতে পারবেন না মালিকেরা। আইন না মানলে বরং পেতে হবে দণ্ড। 

শ্রম বাজার মন্ত্রী পল স্কুলি বলেছেন, কিছু কোম্পানি কর্মীদের বকশিশ নেওয়া পছন্দ করে না। অথচ এটা গ্রাহকরা দেন ভালো সেবার পুরস্কার হিসেবে। নতুন আইনটি স্টাফদের টিপস পাওয়া নিশ্চিত করবে। রেস্তোরাঁকর্মীরা এতে কাজে উৎসাহ পাবেন।

‘ইউনাইট ইউনিয়ন’ নামের একটি সংগঠন অনেক বছর ধরে স্টাফদের বকশিশ পাওয়ার নিশ্চয়তার জন্য আন্দোলন করে আসছে। তারা বলছেন, পাঁচ বছর লেগে গেল আইনটি প্রবর্তন করতে। ইতোমধ্যে একেকজন স্টাফের প্রায় ১০ হাজার পাউন্ড করে লোকসান হলো।

ইউনাইটের জেনারেল সেক্রেটারি গ্রাহাম শ্যারন বলেছেন, আইনটির জন্যে পাঁচ বছর অপেক্ষা করতে হলো, যা সত্যিই দুঃখজনক।

এইচকে