দুবাইয়ে ২৯-৩০ সেপ্টেম্বর দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট-২০২১’। এবারের সামিটের প্রতিপাদ্য ‘কানেক্ট ইয়োর বিজনেস’।
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুবাইয়ের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিতব্য এ সামিটের আয়োজন করছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।
বিজ্ঞাপন
উদ্বোধনী দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং সমাপনী দিনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকরা জানান, বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি, বিনিয়োগ ও ব্যাপক সম্ভাবনার বিষয়গুলো বিশ্ববাজারে তুলে ধরা ও পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করা হচ্ছে।
এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির জানান, সামিটে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া ও আফ্রিকা অঞ্চলসহ মোট ৩২টি দেশের প্রবাসী ব্যবসায়ীরা অংশ নেবেন। এতে এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স, সিলেট চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরাও যোগ দেবেন।
তিনি জানান, দূতাবাস-কনস্যুলেটের সঙ্গে ব্যবসায়ীরা মিলিত হয়ে কাজ করছেন। বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগের যে খাতগুলো তৈরি হয়েছে, সেগুলো এবাবের বিজনেস সামিটে তুলে ধরা হবে। দেশ থেকে সামিটে অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ীদের ভিসা ইতোমধ্যে হয়ে গেছে। বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব না থাকলেও বিশেষ ব্যবস্থায় অতিথিরা দুবাই পৌঁছতে পারবেন।
প্রবাসী ব্যবসায়ী সিআইপি শেখ ফরিদ আহমেদ বলেন, আসন্ন বিজনেস সামিটের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ ছাড়া, ব্যবসায়ীরা এক্সপো ঘুরে দেখে নিজ দেশে ব্যবসায়িক উন্নয়নে অভিজ্ঞতাগুলো কাজে লাগতে পারবেন।
আরএইচ