আইএসএস-এর ফেলোশিপ পেলেন মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক
মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক তানশ্রী ডা. নূর হিশাম আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল সোসাইটি অব সার্জারির (আইএসএস) আন্তর্জাতিক অস্ত্রোপচার ফেলোশিপ পেয়েছেন।
৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘দ্য ভার্চুয়াল সার্জিক্যাল উইকে’এ স্বীকৃতি পেয়েছেন ডা. নূর হিশাম। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিন টুইটারে খবরটি শেয়ার করেছেন।
বিজ্ঞাপন
ডা. নূর হিশামকে অভিনন্দন জানিয়ে খায়েরি বলেন, এটা মালয়েশিয়ার জন্য একটি স্বীকৃতি।
ফেলোশিপ পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন ভারতের ডা. এ. গৌরব আগারওয়াল এবং সৌদি আরবের ডা. ইউসুফ সালেহ আল-আলাউই।
২০২০ সালে ১৬ আগস্ট মালয়েশিয়ার রাজা কর্তৃক তানশ্রী খেতাবে ভূষিত হন নূর হিশাম। করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্যতিক্রমী ভূমিকা এবং নেতৃত্বের জন্য তাকে ওই খেতাবে ভূষিত করা হয়। এছাড়াও ব্র্যান্ডলরেট মোস্ট আউটস্ট্যান্ডিং ব্র্যান্ড লিডারশিপ পুরস্কারও পেয়েছেন তিনি।
এনএফ