কাতারে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা আফগান রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হকের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সেলিম উদ্দিন রানা।
বিজ্ঞাপন
সভায় বক্তব্য রাখেন, কাতার ধানসিঁড়ি বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ খোকন, ইঞ্জিনিয়ার আলীম উদ্দিন, মীর জামিল, লোকমান আহমেদ, এম এন নুরুর জামান, আবু তাহের মিয়াজি, কামাল উদ্দিন মেম্বর, দিলীপ কুমার ছোটন, আব্দুল মতিন মোল্লা, মোকারম আলী চৌধুরী, এবিএম দিদারুল আলম আরজু, মাকসুদ আহমেদ লেবু, বেল্লাল আহমেদ, মেসবাহউদ্দিন রনি, জসিম উদ্দিন লস্কর, জাফর আহমেদ লস্কর, ইমরান হোসেন, আবদুল আজিজ প্রমুখ।
বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন।
বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানান। পাশাপাশি জিয়াউর রহমানের করব না সরাতে সরকারের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানের সভাপতি শহিদুল হক বলেন, বিএনপির দূরদিনে কাতার জাতীয়তাবাদী শক্তিকে এক মঞ্চে এসে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি কমিটি গঠন করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল মোতালেব।
এসএম