দক্ষিণ কোরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সরকারি বিধিনিষেধ মেনে দক্ষিণ কোরিয়ায় গত বুধবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পিয়ংটেক সিটির এন আর মার্ট অঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
যুবদল নেতা নূর মোহাম্মদ সুমন ও রাসেল বিন সোলায়মানের সঞ্চালনায় দক্ষিণ কোরিয়া বিএনপির সভাপতি হারুনুর রশিদ হিরনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্রনেতা এস এম উজ্জ্বল।
এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়া বিএনপি নেতা রুবেল খান, জাহাঙ্গীর আলম, জুবলি জিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসএম উজ্জ্বল বলেন, একদলীয় শাসন কায়েমের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেটি পূরণ করতে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণরূপে অনুপস্থিত। স্বৈরাচারী শাসকরা একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে নির্যাতন ও নিপীড়নের স্টিমরোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, এই দলকে নির্মূল করা যাবে না। প্রতিবারই বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। এবারও জনগণের সক্রিয় সহযোগিতায় আমরা অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হব। আর এটাই হচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একমাত্র শপথ।
সভাপতির সমাপনী বক্তব্যে হারুনুর রশিদ হিরণ বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করতে আবারও বিএনপি নেতাকর্মীদের রাজপথে আন্দোলন এবং আন্তর্জাতিক অঙ্গনে লবিং জোরদার করতে হবে।
এসকেডি