মালয়েশিয়ার ৬৪তম স্বাধীনতা দিবস পালিত
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
মঙ্গলবার (৩১ আগস্ট) ‘মালয়েশিয়া যত্নশীল’ স্লোগানে দেশটির ৬৪তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
বিজ্ঞাপন
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব দেশের সবাইকে ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমাদের দেশকে করোনা মহামারি, অর্থনৈতিক স্থবিরতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্ত করি।
প্রতি বছর দিবসটি উদযাপনে প্রশাসনের পাশাপাশি জন সাধারণের মাঝেও দেখা যায় ব্যাপক প্রস্তুতি। এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরসহ রাজ্যে রাজ্যে শোভিত হয়েছে জাতীয় পতাকা। করোনা মহামারির প্রভাবে নানান বিধিনিষেধ আরোপ হলেও স্বাধীনতা দিবস পালনে ভালোবাসার কমতি দেখা যায়নি।
উল্লেখ্য, ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া।
এইচকে