বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠিয়ে লাখ টাকা করে জিতলেন সাত প্রবাসী
কুয়েত থেকে আল মোল্লা এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠিয়ে লাখ টাকা পুরস্কার জিতে নিলেন সাত বাংলাদেশি।
লাকি ড্র বিজয়ী সাতজন প্রবাসী বাংলাদেশি হলেন- হাসিবুল হাসান, আজাদ হোসেন নুর, ফিরুজ আহমেদ ফরিদ, রাশেদুল ইসলাম, জুনায়েত আহমেদ, মোহাম্মদ আবদুল মানাফ ও সবুজ হোসেন। তারা প্রত্যেকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে পেয়েছেন।
বিজ্ঞাপন
২৮ আগস্ট দুপুরে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে লাকি ড্র বিজয়ী সাতজন প্রবাসী বাংলাদেশির হাতে আল মোল্লা এক্সচেঞ্জের পক্ষ থেকে জনপ্রতি এক লাখ টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন আল মোল্লা এক্সচেঞ্জের পরিচালক প্রবীণ সিং, জেনারেল ম্যানেজার জন সাইমন, সহকারী নিউটন জোসেফ, মার্কেটিং ম্যানেজার হুজেফা আব্বাসী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল বাতেন।
বিদেশ হতে বৈধ উপায়ে প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি বিদেশে থাকা মানি এক্সচেঞ্জগুলো বিভিন্ন ধরেন সুযোগ-সুবিধা ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে।
এইচকে