মালয়েশিয়ায় এক কোটি এক লাখ ৪৪ হাজার ১৯৯ জন মানুষ করোনা টিকার দুই ডোজ নিয়েছেন। যা দেশটির মোট জনসংখ্যার ৩১.১ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. অ্যাডহাম বাবা।

মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি বলেছেন, শুক্রবার (১৩ আগস্ট) ৪ লাখ ৬২ হাজার ৮৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৬২ হাজার ১৮২ প্রথম ডোজ এবং ৩ লাখ ৬৭৮ দ্বিতীয় ডোজ। এদিন পর্যন্ত প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের শতাংশের ক্ষেত্রে ৭১.৪ শতাংশ প্রথম ডোজ টিকা পেয়েছেন। আর ৪৩.৩ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির মোট জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। 

জেডএস