মালয়েশিয়ায় এক দিনে সর্বোচ্চ ১৭ হাজার ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২৫ জুলাই) এ তথ্য জানিয়ে বলেছে, এর আগে এক দিনে এত রোগী শনাক্ত হয়নি। 

এর আগে, শনিবার মালয়েশিয়ায় ১৫ হাজার ৯০২ জন রোগী শনাক্ত হয়েছিল, যা ছিল এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর ২৪ ঘণ্টা না পেরোতেই সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হলো। 

রাজধানী কুয়ালালামপুরের পাশের প্রদেশ সেলানগরে করোনার প্রকোপ ছড়িয়েছে সবচেয়ে বেশি। রোববার যত রোগী শনাক্ত হয়েছেন তার অর্ধেকের বেশি এ প্রদেশের। এ প্রদেশে সাড়ে আট হাজার আক্রান্ত হয়েছেন। কেদাহ  প্রদেশে এক হাজার ২১৬, জহুরে ৯৫০, সাবাহতে ৮১৮, পেরাকে ৬০৯, পিনাংয়ে ৫৩৭, নেগরি সিম্বিলানে ৫১৩  এবং সারাওয়াকে ৪১৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। 

এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৩ হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯২ জন। মোট মৃত্যুর সংখ্যা সাত হাজার ৯৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ ৪৪ হাজার ৫৪১ জন। দেশটির প্রায় ১৬ দশমিক পাঁচ শতাংশ মানুষ কোভিড টিকার দুটি ডোজই নিয়েছেন। 

আরএইচ