হ্যামট্রামিকের একটি রেস্টুরেন্টে সম্প্রতি ৪ প্রবাসী সাংবাদিক চাচক্রে বসেন

মিশিগাানে ঐক্যবদ্ধ বাংলাদেশি প্রবাসী কমিউনিটি গড়তে চান হ্যামট্রামিক সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র প্রার্থী কামাল রহমান। 

অর্ধলাখের বেশি বাংলাদেশির বাস মিশিগানে। আর বেশির ভাগ বাংলাদেশিই থাকেন হ্যামট্রামিক, ড্রেটুয়েট, ওয়ারেন, স্টাইলিং হাইটস ও ট্রয় সিটিতে। কামাল রহমান নির্বাচিত হলে ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ার উদ্যোগ নেবেন। সাংবাদিকদের কাছে তার এমন ভাবনা তুলে ধরেন। 

হ্যামট্রামিকের একটি রেস্টুরেন্টে সম্প্রতি ৪ প্রবাসী সাংবাদিক চাচক্রে বসেন। এ সময় ওই রেস্টুরেন্টে প্রবেশ করেন মেয়র প্রার্থী কামাল রহমান। তিনি তখন সাংবাদিকদের পাশে গিয়ে বসেন। গল্প করেন। তার ভোট ব্যাংক বাংলাদেশি কমিউনিটি প্রসঙ্গে তার ভাবনা প্রকাশ করেন। 

প্রার্থী কামাল রহমান বলেন, মিশিগানে কনস্যুলেট অফিস স্থাপন খুবই জরুরি। প্রবাসীদের এই গণদাবি পূরণের জন্য কমিউনিটির সকল পর্যায়ে সামাজিক আন্দোলন পালন করেছে। মেয়র নির্বাচিত হলে বাংলাদেশিদের এই দাবি আদায়ে যা যা করার প্রয়োজন, কমিউনিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সবই করবেন। কনস্যুলেট অফিস অন্য কোনো স্থানে নয়, বাংলাটাউন খ্যাত এই হ্যামট্রামিকেই হবে।  

তিনি বলেন, ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীরা পিছিয়ে। অথচ ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশি-আমেরিকান আমদানি-রফতানি ব্যবসা প্রসারিত করাসহ নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে গুরুত্ব দেবেন।  

হ্যামট্রামিকবাসীর এখন দুঃখ জলাবদ্ধতা। ভারী বৃষ্টি হলে কিছু কিছু এলাকার ঘরের বেসমেন্টে পানি ঢুকে পড়ে এবং অনেক রাস্তায় বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি জানান, স্বাধীকারের জন্য স্বাধীন হয়েছে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে করের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যামট্রামিকবাসীর ওপর অহেতুক ট্যাক্স বৃদ্ধি বন্ধের পদক্ষেপ নেবেন। এছাড়া পার্কিং সমস্যা দূর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হ্যামট্রামিক সিটির প্রাথমিক নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৩ আগস্ট চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগাম ভোটপ্রদান থেকে কেউ বাদ পড়লে ৩ আগস্ট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি এই প্রার্থী। 
 
একাধিক ভোটারের অভিমত, হ্যামট্রামিক সিটি বাংলাদেশি ও অ্যারাবিক জাতিগোষ্ঠীর ঘাঁটিতে পরিণত হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন লড়ছেন। এরমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র প্রার্থী কামাল রহমান। তিনি বিগত নির্বাচনে একই পদে লড়াই করে মাত্র ৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হন। ওই নির্বাচনে বাংলাদেশি দুজন প্রার্থী ছিলেন। এই সুযোগে মেয়র হন পোলিশ বংশোদ্ভূত ক্যারন মায়োস্কি। এবার কামাল রহমান মেয়র পদে একমাত্র স্বদেশী প্রার্থী। সময় এসেছে নিজেদের প্রার্থীকে বিজয়ী করার। 

এইচকে