দ. আফ্রিকায় বিধিনিষেধ মেনে প্রবাসীদের ঈদের নামাজ আদায়
দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই দেশটিতে প্রবাসী বাংলাদেশিসহ বহু মানুষের মৃত্যু হচ্ছে।
সংক্রমণ থেকে উত্তরণে এবং পরিস্থিতি মোকাবিলায় সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে সরকার।
বিজ্ঞাপন
এ অবস্থায় খোলা মাঠে ও একসঙ্গে বেশি মানুষের অংশগ্রহণের নিষেধাজ্ঞা থাকায় বিভিন্ন মসজিদে প্রবাসীরা বিধিনিষেধ মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
স্থানীয় সময় বুধবার (২১ জুলাই) সকাল ৭টার পর জোহানসবার্গ, প্রিটোরিয়া, ডারবান, কেপটাউনসহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীরা স্থানীয় মুসলিম কমিউনিটির সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
জেডএস