২০২০ সালের জানুয়ারি থেকে গত মে মাস পর্যন্ত মানবপাচারের শিকার ৮২৯ জনকে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। ১৯০টি অভিযান পরিচালনার মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।  

সম্প্রতি বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক সেরি জলিল হাসান জানান, গত বছর ৭৪ জনকে এবং এ বছরের প্রথম পাঁচ মাসে ৬৫ জনকে সুরক্ষার আদেশ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, গত বছর ১৪৬টি অভিযানে ৫৯৯ জনকে উদ্ধার করা হয়। আর এ বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪৪টি অভিযানে ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে।      

তিনি আরও বলেন, গত বছর মানবপাচারের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ২৪৩ জনকে আটক করা হয়েছে। এ বছরের প্রথম পাঁচ মাসে ১১০ জনকে আটক করা হয়েছে। মানব পাচার ঠেকাতে মালয়েশিয়ার পুলিশ বেশ আন্তরিক। কেননা এটি একটি বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে।   

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গত বছর শ্রম শোষণ ঠেকাতে ৬২টি অভিযান পরিচালনা করা হয়। চলতি বছরে মে পর্যন্ত ২৫টি  অভিযান চালানো হয়েছে। অধিকাংশ ভুক্তভোগী ইন্দোনেশিয়া, ভারতীয় ও ফিলিপাইনের নাগরিক।

আরএইচ