লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান

গত কয়েকদিনের লুটপাটের পর দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। এবার লুট হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের আটকে অভিযান পরিচালনা করছে পুলিশ ও সেনাবাহিনী। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সন্দেহভাজন ব্যক্তি, পরিবার ও এলাকাগুলোতে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে ২৫ হাজার সেনাবাহিনী ও পুলিশ সদস্য যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক লুট হওয়া মালামাল ও হাজারের মতো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

লুটপাট করা মালামালসহ পুলিশের হাতে আটক

এমন অবস্থায় লোকজন টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন, এসি, গাড়ির যন্ত্রাংশসহ লুটপাটের বিভিন্ন মালামাল খালি জায়গায় ফেলে যাচ্ছে।

এদিকে, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কোয়াজুল নাটাল ও গোটেং প্রদেশে তেল, গ্যাসের ডিপোগুলো বন্ধ করে রাখা হয়েছে। এমনকি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রুটি-দুধের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে।

কোয়াজুলু নাটাল প্রদেশের একটি দোকানে ক্রেতাদের ভিড়

স্থানীয় দোকানগুলোতে ক্রেতাদের লম্বা লাইন দেখে গেছে। কয়েকটি দোকান খোলা থাকলেও লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বেকারি-কারখানাগুলো সহজেই উৎপাদনে যেতে পারছে না। দাম বেড়েছে বেশ কয়েকটি পণ্যের।

এই অবস্থায় কোয়াজুলু নাটাল প্রদেশের পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় সংগঠন ও বিদেশি কমিউনিটির পক্ষ থেকে বড় ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা গেছে।

এমএইচএস