দক্ষিণ আফ্রিকায় অরাজকতায় নিঃস্ব হচ্ছেন বাংলাদেশিরা
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের লেডিস্মিথ এলাকায় বড় একটি দোকানের মালিক ছিলেন বাংলাদেশি লুৎফর রহমান। সোমবার সন্ধ্যায় দোকানটি লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবারের এই ঘটনায় আহত লুৎফর রহমান ও তার লুটপাট হওয়া দোকানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিজ্ঞাপন
পরে লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সন্ধ্যায় দোকান বন্ধ করে আমরা দোকানের পেছনে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় কয়েকজন যুবক এসে প্রথমে দোকানের মূল ফটক ভেঙে ফেলে। অতর্কিত হামলায় আমি, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ রহমান, জামান, মোহাম্মদ শাহিন এবং কর্মচারী মোজাম্বিকের নাগরিক জাকারিয়া পাশের দেওয়াল টপকে পালানোর চেষ্টা করি। এরমধ্যেই আমাদের একজনকে পিছন থেকে আঘাত করে ওই যুবকরা, এতে তার পা মচকে যায়। এরপর লুটপাট চালিয়ে দোকানে আগুন দেওয়া হয়।
বিষয়টি স্থানীয় পুলিশ স্টেশন ও নিরাপত্তা সংস্থাকে জানানো হলেও তারা এগিয়ে আসেনি।
বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করে দোকানটি গড়ে তোলা হয়েছিল বলেও জানান তিনি।
লুৎফর রহমান আরও জানান, তার দুইটি গাড়ির একটি জ্বালিয়ে দেওয়া হয়েছে ও আরেকটি গাড়ি নিয়ে গেছে ওই যুবকরা। তিনি বলেন, ওই রাত খোলা আকাশের নিচে কাটিয়ে পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে এক প্রতিবেশির বাসায় আশ্রয় নিই।
লুৎফর রহমানের অভিযোগ, ঘটনার পর স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করলেও তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। আমার বড় গাড়িটা উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করছি। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো খবর জানাতে পারেনি।
আদালত অবমাননার দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাভোগের ঘটনায় লুটপাট ও অগ্নিসংযোগ করে এভাবে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।
গত কয়েকদিনে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাদের ১২শ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯০ জন নিহত হয়েছেন।
শুরুতে আন্দোলন কোয়াজুলু নাটাল প্রদেশে সীমাবদ্ধ ছিল। কিন্তু তা শনিবার মধ্যরাত থেকে ফ্রি স্টেট ও ঘাউটেং প্রদেশে ছড়িয়ে পড়ে। জোহানসবার্গেবের শহরসহ পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে ধ্বংসাত্মক কর্মকাণ্ড। বড় মার্কেটগুলোকে নিশানা করে লুটপাট চালানো হচ্ছে।
লুৎফর ছাড়াও আরও প্রায় ১০০ বাংলাদেশি দোকানে লুট হয়েছে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন প্রায় ৫০০ প্রবাসী।
এনএফ