করোনায় দক্ষিণ আফ্রিকায় আরও ৩ বাংলাদেশির মৃত্যু
করোনায় দক্ষিণ আফ্রিকায় আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে ২০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।
বৃহস্পতিবার (৮ জুলাই) দক্ষিণ আফ্রিকার ডারবানের নিউক্যাসেলে মুহাম্মদ লিটন মিয়া নামের এক বাংলাদেশির মৃত্যু হয়। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
বিজ্ঞাপন
দেশটির প্রিটোরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহেদ আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানার বড়হাতিয়ার ইউনিয়নে। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে প্রিটোরিয়ার একটি হাসপাতাল ভর্তি হন।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে বুধবার (৭ জুলাই) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের লেনাসিয়ায় করোনা আক্রান্ত হয়ে নুরুল আমিন নামে আরো এক বাংলাদেশি মারা যান। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি বাংলাদেশি মালিকানাধীন দোকানে কর্মরত ছিলেন।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের রাস্টেনবার্গে খোরশেদ আলম নামে এক বাংলাদেশি অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিসে ভুগছিলেন বলে জানা গেছে। গত শুক্রবার তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খোরশেদ আলম নোয়াখালীর সোনাইমুড়ির বাসিন্দা
জেডএস