করোনার টিকা নিয়ে কিশোরের মৃত্যু, তদন্তে সিডিসি
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর জ্যাকব ক্লিনিক (১৩) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা তদন্ত করছে আটলান্টার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এজেন্সির এক মুখপাত্র শুক্রবার (২ জুলাই) ডেট্রয়েট নিউজকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, সিডিসি মিশিগানের ১৩ বছর বয়সী ওই কিশোরের সম্পর্কে অবগত আছে, যে কোভিড -১৯ টিকা নেওয়ার পর মারা গিয়েছিল। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা ঠিক হবে না।
বিজ্ঞাপন
টিকা নেওয়ার পর কিশোরের মৃত্যু হলে বিষয়টি ভ্যাকসিন অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেমকে (VAERS) জানানো হয়। সিডিসি মৃত্যুর সনদ এবং ময়নাতদন্তের রিপোর্টসহ এর সঙ্গে সম্পর্কিত সব মেডিকেল রেকর্ড পর্যালোচনা শুরু করে।
এ বিষয়ে সাগিনাউ কাউন্টির চিকিৎসক ও পরীক্ষক ডা. রাসেল বুশ শুক্রবার বলেছেন, তার দফতর এবং সাগিনাউ কাউন্টির স্বাস্থ্য বিভাগ জিলওয়াকি সিটির ১৩ বছর বয়সী কিশোর জ্যাকব ক্লিনিকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে। সে টিকার একটি শট নেওয়ার পর ঘুমিয়েছিল এবং ঘুমের মধ্যেই মারা যায়। বুশ জানান, জ্যাকব কখন এবং কোন টিকা নিয়েছিল, সেটি প্রকাশ করা হবে না।
তিনি জানান, আমরা বর্তমানে টক্সিকোলজি, টিস্যু রিপোর্ট, রক্তের অবস্থা দেখছি। সিডিসি এবং মিশিগানের স্বাস্থ্য ও হিউম্যান সার্ভিসেস বিভাগের সঙ্গে আলোচনা হবে। সবাই এ ঘটনায় উদ্বিগ্ন। আমরা তরুণের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য সমস্যাগুলো পরীক্ষা করে দেখার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। পরীক্ষার ফল আসতে সময় লাগায় তদন্ত করতে দীর্ঘ সময় লাগতে পারে।
মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মুখপাত্র লিন সুতফিন শুক্রবার বলেছিলেন যে, এমডিএইচএসকে সাগিনাউ কাউন্টি স্বাস্থ্য বিভাগ কর্তৃক এ ঘটনায় সতর্ক করা হয়েছিল। জিলাউউকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জ্যাকব-এর শেষকৃত্য ২৬ জুন সম্পন্ন হয়েছিল।
আরএইচ