মালয়েশিয়ায় নির্মাণ খাতের এক মিলিয়ন কর্মীর টিকার নিবন্ধন
করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন মালয়েশিয়ার নির্মাণ খাতের এক মিলিয়ন কর্মী। সর্বশেষ রেকর্ডের ভিত্তিতে নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডে (সিআইডিবি) নিবন্ধিত প্রায় এক মিলিয়ন কর্মী করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭০ শতাংশ স্থানীয় এবং ৩০ শতাংশ বিদেশি কর্মী রয়েছেন।
মালয়েশিয়ার শ্রমমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ বলেন, সিআইডিবির আওতাধীন নির্মাণ শিল্প ভ্যাকসিনেশন প্রোগ্রামের (সিআইভিএসি) আওতায় এই সেক্টরে কর্মীদের জন্য টিকা প্রক্রিয়া সক্রিয়ভাবে পরিচালনা করা হচ্ছে। এই খাতের ইনকুলেশন ত্বরান্বিত করার জন্য সরকার এবং বেসরকারি খাতের সহযোগিতামূলক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে নির্মাণ খাতের সব কর্মীদের টিকা দিতে প্রায় দুই মিলিয়ন ডোজ প্রয়োজন। যাতে এ খাতের কর্মীরা টিকা নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান অব্যাহত রাখতে সক্ষম হন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ জুলাই) সিআইডিবি কনভেনশন সেন্টারে সিআইভিএসি প্রোগ্রামের টিকা প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় কোভিড -১৯ টিকাদান কর্মসূচির সমন্বয়মন্ত্রী খায়েরি জামালউদ্দিন।
এদিকে সিআইভিএসি কর্মসূচির আওতায় কোভিড -১৯ ভ্যাকসিন সরবরাহে অ্যাক্সেস গ্যারান্টি কমিটির (জে কেজেএভি) মাধ্যমে কুয়ালালামপুর, পুত্রজায়া এবং সেলেঙ্গরের ৪০ হাজার নির্মাণকর্মীদের জন্য ৮০ হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে।
ফাদিল্লাহ বলেন, সিআইডিবি ২১ জুন কুয়ালালামপুর, সেলেঙ্গর এবং পুত্রজায়া সব নির্মাণকর্মীদের জন্য ভ্যাকসিনের নিবন্ধন চালু করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে টিকা নিবন্ধনের সব স্লট পূর্ণ হয়ে যায়। তারমানে নির্মাণ খাতের শ্রমিকরা টিকার বিষয়ে অত্যন্ত ইতিবাচক। এজন্য ভ্যাকসিন সরবরাহ অ্যাক্সেস গ্যারান্টি বিশেষ কমিটির (জেজেজেএভি) কাছে আরও দুই লাখ ডোজ টিকা সরবরাহের জন্য অনুরোধ করবে মন্ত্রণালয়। আগামী ১৪ জুলাই সেলেঙ্গরে টিকা কার্যক্রম প্যানাসনিক স্পোর্টস কমপ্লেক্স, শাহ আলমে শুরু হবে।
শ্রমমন্ত্রী জানান, নিয়োগকর্তাদের সুবিধার্থে মন্ত্রণালয় সিআইডিবির সঙ্গে মিলে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মীদের নির্মাণ সাইট বা শ্রমিকদের আবাসে গিয়ে টিকা দেওয়ার জন্য একটি প্রস্তাব রাখবে। সিআইভিএসি প্রোগ্রামের আওতায় বেসরকারি খাতকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় মেডিকেল টিম এবং টিকা কেন্দ্র প্রস্তুত এবং তহবিল সরবরাহ করতে হবে। কারণ সরকার করোনা ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করছে।
কোভিড -১৯ টিকাদান কর্মসূচির সমন্বয়মন্ত্রী খায়েরি জামালউদ্দিন বলেন, সিটিআইটিএফ পূর্বে অনুমোদিত নির্মাণ, পরিবহন ও উৎপাদন খাত ছাড়াও বৃক্ষরোপণ ও পণ্য খাতকে শিল্প টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত চতুর্থ খাত হিসেবে অনুমোদন দিয়েছে।
এসকেডি