(বাঁয়ে) এডওয়ার্ড জুমা ও (ডানে) জ্যাকব জুমা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। আত্মসমর্পণের জন্য তাকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।

আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের আদেশ দিতে হবে পুলিশ মন্ত্রীকে। এ ঘটনায় তার পুত্র এডওয়ার্ড জুমা বলেছেন, জীবন দিয়ে হলেও বাবাকে সরকারি বাহিনীর হাত থেকে রক্ষা করব। 

মঙ্গলবার (২৯ জুন) উত্তর কোয়াজুলু-নাটালের নানকান্ডলায় নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন এডওয়ার্ড জুমা।

তিনি বলেন, আমি জীবিত থাকতে তাকে কারাগারে নিয়ে যেতে দেব না। জীবন দিয়ে হলেও বাবাকে (জ্যাকব জুমা) সরকারি বাহিনীর হাত থেকে রক্ষা করব। তাকে কারাগারে নেওয়ার আগে যেন আমাকে হত্যা করা হয়।    

২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জ্যাকব জুমা। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের তদন্ত শুরু হওয়ার পর তাতে সহযোগিতার জন্য জুমাকে আদালতে উপস্থিত হতে বললে মাত্র একবার হাজিরা দেন তিনি।

আরএইচ