মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতির উদ্যোগে খাদ্য সহায়তা
মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। লকডাউনে ঘরে বসে থাকা মানুষদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ।
গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ায় চলমান কঠোর লকডাউনের ফলে বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা বাংলাদেশি, মালয়েশিয়ান ও মিয়ানমারের নাগরিকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- চাল, আলু, ডাল, পিঁয়াজ ও তেল। ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা হিসেব ৩০০ রিঙ্গিত করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সেন্টুল এলাকার এমপি ওয়াইভি প্রভাকারান, এমপির পিএ লেছতারি, গ্রাম্য প্রধান চে মাত, ডেপুটি গ্রাম্য প্রধান রাজালি, পিপি আইএমের সদস্য ফাজাল, মালয়েশিয়ার কমিউনিটি নেতা পান্ডু ও কয়েকটি এনজিওর সদস্য।
এছাড়া কেডা শহরে বসবাসরত অসহায় মালয়েশিয়ান নাগরিকদের ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে নগদ অর্থও।
চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ এ সহায়তা দিয়ে আসছেন। সহায়তা প্রদানে মনির বিন আমজাদ কুড়িয়েছেন প্রশংসা। তার এ ধরনের সহায়তা ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশিরা।
মনির বিন আমজাদ জানান, লকডাউনের প্রথম থেকেই মালয়েশিয়ার বিভিন্ন মহলের সঙ্গে বাংলাদেশিসহ সব নাগরিকদের সহায়তা করার বিষয়ে আলোচনা করি। সবার সহায়তায় মানুষদের কল্যাণে কাজ করে চলছি।
ওএফ