পর্যটকরা এলেও প্রস্তুত নয় মিশিগান
করোনাভাইরাস মহামারির ধাক্কার পর এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। টিকাদানের গতিও বেড়েছে। ফলে পর্যটকরাও আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের মেট্রো ডেট্রয়েটে। কিন্তু তারা এসে ভাড়ার গাড়ি পাচ্ছেন না।
ম্যাকিনাক সিটি হোটেলগুলোতে রিজার্ভেশন বুক করা হচ্ছে, তবে অপারেটররা বিছানার চাদর অর্ডার করতে পারবেন না। শ্রমিক খুঁজে পাওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসে পর্যটকরা যে অ্যালকোহল পাবেন, সেই নিশ্চয়তাও হোটেলগুলোতে নেই।
বিজ্ঞাপন
মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা কোভিড-১৯ টিকা গ্রহণ করছেন। অন্যদিকে সরকারি বিধিনিষেধও শিথিল করা হয়েছে। তাই ভ্রমণ প্রিয় পর্যটকরা আসতে শুরু করেছেন মিশিগানে। রাজ্যের পর্যটন স্পটগুলোতে ভিড় বাড়ছে। দর্শনার্থীরাও আসতে পেরে খুশি। তবে তারা চাহিদা পূরণের দাবি জানাচ্ছেন।
‘আমরা যেসব পর্যটক পাব বলে আশা করছি, তাদের ম্যানেজ করার জন্য আমরা প্রস্তুত এবং ইচ্ছুকও’। এ কথা বলছিলেন জো লেইঘিও। তিনি ও তার পরিবার ম্যাকিনাক সিটির বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং দুই ডজনেরও বেশি হোটেলের মালিক। তার মতে, এসব নির্ভর করে সার্বিক বিষয়ের ওপর এবং সব মালিকের ওপর। সরবরাহ চেইন ঠিক রাখাটাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
ব্যবসা শুরু হচ্ছে, গ্রাহকরা আসছেন এবং পর্যটকরাও আসতে শুরু করেছেন। কিন্তু এসব পুরোপুরি শুরু করতে সময় লাগবে। ২০২০ সাল থেকে থেকে বিমান ভাড়া ১২ শতাংশ বেড়েছে, টিকাদান বাড়ায় বিমানের যাত্রী বাড়ছে। অন্যদিকে ট্রাফিক বৃদ্ধি পেয়েছে এবং ডেল্টা এয়ারলাইন্স ইনকরপোরেশনের মতো ক্যারিয়ারগুলো তাদের সময়সূচিতে ফ্লাইট যুক্ত করেছে। রাজ্যে এখন ভাড়া গাড়ি দুর্লভ, বছরের শুরুর থেকে এই গাড়ির ভাড়া ৯৫ শতাংশ বেশি। হোটেল মালিকরা শ্রমিক পেতে একরকম সংগ্রাম করছেন।
ব্যবসায়ীরা শ্রমিকের এই সংকটের জন্য প্রতি সপ্তাহে সরকারের পক্ষ থেকে ৩০০ ডলার বেকার ভাতা দেওয়ার ওপরই দোষ চাপাচ্ছেন। আর সরবরাহকারীরাও কোভিড-১৯ মহামারিতে শাটডাউন ও আবহাওয়া পরিস্থিতিকে দায়ী করে সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন।
এসএসএইচ