মালয়েশিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ১২৬ জনের মৃত্যু
কঠোর লকডাউনের মধ্যেও প্রতিদিনই মালয়েশিয়ায় বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার (২ জুন) করোনায় মারা গেছেন ১২৬ জন। এর মধ্যে তিনজন বিদেশি নাগরিকও রয়েছেন।
এ পর্যন্ত মালয়েশিয়ায় দেশটিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৩। দেশটিতে টানা রেকর্ড করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিনের পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জুন মঙ্গলবার থেকে দুই সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। লকডাউন চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময় সামাজিক-অর্থনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুধু জরুরি সেবা ও অর্থনৈতিক খাতের কার্যক্রম চলবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনার বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগই তরুণ ও যুবক। দুই সপ্তাহের এই লকডাউনে যদি করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যায়, তবে লকডাউন শেষে কিছু খাত পরের চার সপ্তাহের জন্য সচল করা হবে। এই চার সপ্তাহ শেষ হওয়ার পর আগের মতো সব অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম চলবে।
করোনায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত মালয়েশিয়ায় বুধবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট দুই হাজার ৯৯৩ জন। আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৮৭ হাজার ১৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ এক হাজার ৮৯৮ জন।
আরএইচ