ফ্রান্সের ওভারভিলা
বাংলাদেশি মসজিদের উন্নয়নে ডেপুটি মেয়রের সঙ্গে মতবিনিময়

ফ্রান্সের ওভারভিলা বাংলাদেশ কমিউনিটি জাতীয় জামে মসজিদের আধুনিকায়ন, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে ওভারভিলা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রের সঙ্গে মতবিনিময় করেছেন মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) আলোচনা শেষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে মসজিদের উন্নয়ন ও আধুনিকায়ন এবং নিরাপত্তা বিষয়ে একমত হন ডেপুটি মেয়র।
বিজ্ঞাপন
এসময় কাজী এনায়েত উল্লাহ ইনু ডেপুটি মেয়রকে মসজিদে এসে জুম্মার নামাজের আগে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের আহ্বান জানালে ডেপুটি মেয়র বলেন, শিগগিরই জুমার নামাজে দেখা হচ্ছে মুসল্লিদের সঙ্গে।
আরও পড়ুন
কাজী এনায়েত উল্লাহ জানান, মসজিদের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসনিক ভূমিকা রাখতে হবে। তাই আজ তার সঙ্গে একান্ত আলোচনায় আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। প্রবাসী বাংলাদেশিদের এবং মুসল্লিদের বিষয়টি অবগত করার জন্যই তাকে মসজিদে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং মসজিদে আসবেন, মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি আরও বলেন, সবার মতামতের ভিত্তিতে এবং সুপরামর্শ ও সহযোগিতার মাধ্যমে মসজিদের আধুনিকায়নের কাজ করা হবে। স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র কবে জুমার নামাজে আসবেন তা মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে সবাইকে জানানো হবে।
এসএসএইচ