চীনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘শেনজেন বাংলাদেশ কমিউনিটি’র সভাপতি লায়ন মহসিন ইমাম চৌধুরী (রুনু) পিএমজেএফ ২০২১-২২ বর্ষের জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ২ এর কেবিনেট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

গত ২৬ মে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ-২ এর কনভেনশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ-২ এর ২০২১-২০২২ লায়ন্স বর্ষে নির্বাচিত কর্মকর্তারা হলেন- জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন নাহার পিএমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন প্রকৌশলী মো. আব্দুল ওহাব, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ড. মো. বশির উল্লাহ এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী (রুনু) পিএমজেএফ ও কেবিনেট ট্রেজারার লায়ন মো. ফারুক রহমান।

এছাড়াও জিএলটি জেলা কোর্ডিনেটর লায়ন শংকর কুমার রায় মনা ও লায়ন হারুন রশিদ, জিএমটি জেলা কো-অর্ডিনেটর (নতুন ক্লাবস) লায়ন আনিসুর রহমান খান এমজেএফ, (নতুন সদস্য) জিএসটি জেলা কোর্ডিনেটর লায়ন খন্দকার কামরুল হাসান এমজেএফ, এলসিআইএফজেলা কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ পারভেজ রানা এমজেএফ, কনভেনশন চেয়ারম্যান ২০২২ লায়ন ইমরান ফারুখ মইন এমজেএফ।

১৯৮৯ সালে লিউইজমের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হন মহসিন ইমাম চৌধুরী। পরবর্তীতে ১৯৯৯-২০০০ লায়ন্স বর্ষে লিও ডিস্ট্রিক প্রেসিডেন্ট, ২০০০-২০০১ লায়ন্স বর্ষে লিও মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও ২০২০-২০২১ লায়ন্স বর্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ-২ এর কেবিনেট ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।

ওএফ/জেএস