লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে গণহত্যা দিবস পালন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস ২০২৫ পালন করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ এর ভয়াল গণহত্যায় শহীদদের স্মরণে হাইকমিশন এই কর্মসূচির আয়োজন করে।
বাঙালি জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ও শোকাবহ দিনটি যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
বিজ্ঞাপন
এ উপলক্ষ্যে ২৫ মার্চ বিকেলে হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
অনুষ্ঠানটি ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর ১৯৭১ সালের গণহত্যা ও জুলাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর, প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং হাইকমিশনার আবিদা ইসলাম ২৫ মার্চের ভয়াবহ গণহত্যার প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যা বিশ্ব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ রাতে বর্বর হত্যাযজ্ঞের মাধ্যমে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নির্মূল করার চেষ্টা হয়েছিল, যা শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে তোলে এবং মুক্তিকামী জনগণের অদম্য চেতনা রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনে।
তিনি বলেন, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা গণহত্যা দিবসের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এমএসএ