কুয়েত প্রবাসীদের সংবাদ প্রচারে অবদানের জন্য সাদেক রিপনকে সম্মাননা

কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকির তিন বছর দায়িত্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করে স্কাইটাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টা থেকে কুয়েত সিটির শার্ক টাওয়ার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনাময় স্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৭১ টিভি ও ঢাকা পোস্টের কুয়েত প্রতিনিধি সাদেক রিপনকে স্কাইটাচ ট্রাভেলসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বিজ্ঞাপন
স্কাইটাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ হোসনে মোবারকের সভাপতিত্বে এবং সাংবাদিক সাদেক রিপন ও আল আমিন রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকি।
বিশেষ অতিথি ছিলেন বিমানে স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, আল আতলা ট্রাভেলসের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার জামিন নাকবি, কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ সভাপতি শফিকুল ইসলাম
জাজিরা এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ফজলুর রহমান, মোহাম্মদ সেলিম হাওলাদার, স্কাইটাচ ট্রাভেল আব্বাসিয়া ব্রাঞ্চ ম্যানেজার মহসিন মিঝি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এসএসএইচ