কুয়েতে করোনা সংক্রমণ ঠেকাতে সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে দেশটি। স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের সুরক্ষায় ৪টি টিকার অনুমোদন দিয়েছে কুয়েত সরকার। বৈধ আকামা রয়েছে এমন প্রবাসীরা অনুমোদিত টিকা গ্রহণ করলে কুয়েতে আসা-যাওয়ায় আর কোনো বাধা থাকবে না। 

কুয়েতে ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মোর্ডেনার টিকার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে ছুটিতে থাকা কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি জানিয়েছে কুয়েত প্রবাসীরা। 

ঝিনাইদহ জেলার বাসিন্দা মোহাম্মদ নজির উদ্দিন। বর্তমানে তিনি কুয়েত প্রবাসী। তিনি বলেন, করোনার কারণে আমাদের ঠিকমতো কাজ নেই। কমে গেছে বেতন। আর্থিক কষ্টের মধ্যে কোনভাবে দিন কাটছে। 

কুয়েত প্রবাসীরা বলছেন, যেসব প্রবাসী ছুটিতে আছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে কুয়েত সরকার অনুমোদিত টিকা দিতে হবে। জরুরিভাবে কেউ দেশে যেতে চাইলে হোটেল বুকিং ছাড়া বিমানের টিকিট হচ্ছে না। বাংলাদেশ সরকার যেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ বহন করে।

এইচকে