অভিযুক্ত আলী চেহাদে

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডিয়ারবর্ণ সিটিতে একটি পোষা প্রাণীর দোকানে প্যারাকিট হত্যার ঘটনায় আলী চেহাদে নামে (২২) এক যুবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত ১৮ মে শহরের একোরসে রোডের ১৯৩০০ ব্লকে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আলী চেহাদে পাখিটিকে দোকানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে এ নিয়ে বিবাদের এক পর্যায়ে পাখিটিকে আঘাত ও পাথর মেরে হত্যা করে। 

পুলিশ জানিয়েছে, ওইদিন ঘটনাস্থল থেকে পালানোর আগে চেহাদ প্যারাকিটের বাসাটি ভেঙে ফেলেন। আঘাত ও পাথর দিয়ে পাখিটিকে হত্যা করেন তিনি। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্যারাকিটটিকে তার বাসায় মৃত অবস্থায় দেখতে পান। 

বৃহস্পতিবার (২৭ মে) অ্যালেন পার্কের ২৪তম জেলা আদালতের বিচারক রিচার্ড পেজের সামনে চেহাদেকে তৃতীয় ডিগ্রির পশু হত্যার অপরাধে হাজির করা হয়। অভিযোগ প্রমাণ হলে তাকে চার বছরের কারাদণ্ড ও ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে হবে।

বৃহস্পতিবার তার শুনানিতে চেহাদে নীরব হয়ে দাঁড়িয়ে ছিলেন। তার অ্যাটর্নি শেলডন মিলার যুক্তি দিয়েছিলেন, চেহাদে একজন কলেজছাত্র এবং তিনি কোথাও যাচ্ছেন না। বিচারক অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার ডলার বন্ডে জামিন দেন। তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ।  

চেহাদের আইনজীবী মিলার বলেন, তার মক্কেল একজন পাখিপ্রেমী। 

তখন বিচারক পেজ বলেন, তিনি একজন পাখি হত্যাকারী। আমি তাকে কোনো পাখির আশপাশে দেখতে চাই না। 

ভার্চুয়াল শুনানিতে অংশ নেন চেহাদ। তাকে বিচারক রাগ পরিচালনা এবং মনোরোগ পরীক্ষা করানোর জন্য আদেশ দেন। 

এইচকে