কানাডার টরেন্টোতে বাংলাদেশি বংশোদ্ভূত কলেজ ছাত্রী নিধুয়া মুক্তাদিরের নামাজে জানাজা কানাডার স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউ স্কারব্রোর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে অন্টারিও পিকারিং ডাফিন মেডোজ সেমিটেরিতে দাফন করা হবে।

নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী সবাইকে তার মেয়ের নামাজে জানাজায় শরিক হয়ে দোয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, নিধুয়া মুক্তাদির নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজ ছাত্রীর মরদেহ স্থানীয় সময় গত শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছিল।পুলিশ আরও জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি।